ভারতের টেলিভিশন আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে : সোহেল রানা

 


আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারত সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আইপিএলের প্রচার-সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমনই প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতীয় টেলিভিশনের সম্প্রচার নিয়ে কথা বলেছেন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সোহেল রানা বলেন, ‘আমাদের টেলিভিশন যতক্ষণ ভারতে প্রচার করতে না পারবে ততক্ষণ ভারতের টেলিভিশনও আমাদের দেশে সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।

প্রায় একই সময়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি ভারতীয় টেলিভিশনের কনটেন্টের সমালোচনা করে লেখেন, ‘ভারতীয় টেলিভিশনের বউ-শাশুড়ি ঝগড়া মার্কা নাটক আমাদের সামাজিক বন্ধনকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছে’।

এ বছরের আইপিএলের জন্য সম্প্রতি রেকর্ড মূল্যে (৯ কোটি ২০ লাখ রুপি) বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেটার ছুতো ধরে মৌলবাদী হিন্দুরা মোস্তাফিজকে খেলায় না নিতে কেকেআরের মালিক শাহরুখ খান ও টিম ম্যানেজমেন্টকে হুমকি দিতে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে গত ৩ জানুয়ারি বিসিসিআই মোস্তাফিজকে বাদ দিতে নির্দেশ দেয় কেকেআরকে।

এ নিয়ে বাংলাদেশে সমালোচনার ঝড় বয়ে যায়।

যেহেতু ‘নিরাপত্তা ইস্যু’ দেখিয়ে মুস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে, সেই একই শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপ খেলতে অপরাগতা প্রকাশ করে এবং ভেন্যু অন্য দেশে স্থানান্তরে আইসিসিকে চিঠি দেয়।

অন্যদিকে সোমবার বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। টেলিভিশন চ্যানেলসহ গণমাধ্যমের কর্তৃপক্ষ বরাবর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url