হাসপাতালের ভেতর ধর্ষণ: দুই আনসার সদস্যের ১৬৪ ধারায় জবানবন্দি

 


মানিকগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নাইট ডিউটির সময় স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করে নিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে অভিযুক্তদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এ হাজির করা হলে আদালতের খাস কক্ষে বিচারক সজীব চৌধুরী উপস্থিতিতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। জবানবন্দি শেষে আদালত অভিযুক্ত দুই আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, ‘অভিযুক্তরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।’

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে এক ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জ থেকে নিজস্ব চার্জিং ভ্যানে করে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। পথে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কারণে তারা সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।

এ সময় হাসপাতালের গেটে দায়িত্বরত আনসার সদস্য শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ সহযোগিতার আশ্বাস দিয়ে দম্পতিকে হাসপাতালের ভেতরে নিয়ে যান। পরে স্বামীকে এক স্থানে বসিয়ে রেখে ভুক্তভোগী নারীকে আলাদা করে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে আদালতে হাজির করে।

মন্তব্য করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url