বিসিবি-আইসিসি ভার্চুয়াল সভা: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

 


টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

তবে কোন সিদ্ধান্ত ছাড়াই মুলতবি হয়েছে এই সভা। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। অন্যদিকে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে আইসিসি।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নিয়েছেন।
আইসিসির সঙ্গে আলোচনায় বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি পুনরায় আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে।

তবে বাংলাদেশ তাদের অবস্থান অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে এখনও অনড় বিসিবি।

বিস্তারিত আসছে............

মন্তব্য করুন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url