বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ চিঠি

 


কক্সবাজার-০৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ ডাক যোগে উড়ো চিঠি পাঠিয়েছে মুমিনুল আলম নামের এক ব্যক্তি। আর নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী নিজেই।

তিনি জানিয়েছেন, রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি বাড়িতে দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সাথে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত করা রয়েছে।

 

চিঠিতে প্রেরক মুমিনুল আলমকে ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার নামের কথিত সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়েছে। আর প্রেরিত চিঠির একটি ছায়াকপি প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে- ‘জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।’

 

শাহজাহান চৌধুরী জানান, কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন।

 

এ নিয়ে ভয় ও আতঙ্কের কথা জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তহীনতায় ভুগতেছি। এই হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে হুমকি ও ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

 

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে পুলিশ তদন্তে নেমেছে। এছাড়া ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’


এদিকে বিষয়টি অপবহিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে কথা বলেছেন শাহজাহান চৌধুরীর সাথে।

 

শাহজাহান চৌধুরী জানান, ফোন করে তিনি (তারেক রহমান) এ ধরনের হুমকিতে সাহস না হারানোর জন্য বলেছেন। নির্বাচনের মাঠে পুরোদমে কাজ করতে নির্দেশ দিয়েছেন।


মন্তব্য করুন 

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url